ডিজিটাল মার্কেটিং কি?
উত্তরঃ-ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে যখন আমরা কোনো একটি প্রোডাক্ট,সার্ভিস,প্রতিষ্ঠান অথবা কোনো একটি ব্যক্তিকে প্রচার-প্রসার করে থাকি অথবা মার্কেটিং করে থাকি অথবা প্রমোশান করি তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে।
২.ই-কমার্স মার্কেটিং কি?
উত্তরঃ-ই-কমার্স মার্কেটিং হলো যখন একটি প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজিটাল প্লাটফর্মে ব্যবহার করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আমরা প্রচার-প্রসার করে থাকি,প্রমোশান করে থাকি অথবা মার্কেটিং করে থাকি তখন তাকে ই-কমার্স মার্কেটিং বলে।
হোস্টিং কি? উত্তরঃ-অনলাইন প্লাটফর্মের জায়গাকেই হোস্টিং বলে।আমাদেরকে আগে হোস্টিং পারসেস করে নিতে হবে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ওয়েব ডিজাইনার হায়ার করতে হয় কিভাবে? উত্তরঃওয়েব ডিজাইনের জন্য প্রথমে একজন ওয়েব ডিজাইনারকে হায়ার করতে হবে এক্ষেত্রে যদি আমাদের পরিচিত কেউ থাকে তাহলে তাকেই আমরা হায়ার করবো, আর যদি এমন কেউ না থাকে তাহলে ফাইভার -এ চলে যাবো তারপর সার্চবারে ক্লিক করে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করবো, তারপর এক এক করে অনেকের সাথে কমিউনিকেশন করব যদি কেউ রাজি হয় কাজটি করার জন্য তখন তাকে অর্ডারটি করবো।অর্ডার করার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে কন্টিনিউ টু চেকআউট বাটনে ক্লিক করব।তারপরে ভিসা কার্ড/মাস্টার কার্ড এড করে অর্ডারটি কনফার্ম করতে হবে,তারপরেই বায়ার আমাকে ২/৩দিনের মধ্যে কাজটি রেডি করে দিবে। সবশেষে যা বলতে পারি-একটি ই-কমার্স বিজনেস শুরু করার জন্য আমার জায়গা থেকে প্রোডাক্টস অথবা সার্ভিসগুলোর মার্কেটিং করার জন্য প্রপার মার্কেটিং শিখে নিজ নিজ জায়গা থেকে এগুলোর মার্কেটিং করে সেল জেনারেট করতে হবে।যখন সেল জেনারেট করতে পারবো তখনই বিজনেস প্রপিট করবে। এই হলো আমাদের ই-কমার্স বিজনেস শুরু করার অল প্রসিজা।
ই-কমার্স মার্কেটিং ২ ধরনের।
যথাঃ১-বি টু বি ই-কমার্স মার্কেটিং,(বিজনেস টু বিজনেস ই-কমার্স মার্কেটিং)
২-বি টু সি ই-কমার্স মার্কেটিং(বিজনেস টু কাস্টমার ই-কমার্স মার্কেটিং)
*বিটুবি ই-কমার্স মার্কেটিং বলতে কি বুঝি?
উত্তরঃ-বিটুবি বলতে বুঝায় কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিসকে সরাসরি কাস্টমারের কাছে পৌছে না দিয়ে বিজনেসম্যান টু বিজনেসম্যানের মধ্যে যখন আদান-প্রদান হয়ে থাকে রিটেইলিং এবং হোলসেলিং পদ্ধতিতে তখন তাকে বিটুবি ই-কমার্স মার্কেটিং বলে।
*বিটুসি ই-কমার্স কাকে বলে?
উত্তরঃ-যখন কোনো একজন রিটেইলার অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সরাসরি ক্রেতা বা বক্তা অথবা কাস্টমারের কাছে প্রোডাক্ট অথভা সার্ভিসটাকে পৌছে দেয় তখন তাকে বিটুসি ই-কমার্স মার্কেটিং বলে।
একটি ই-কমার্স বিজনেস শুরু করতে হয় ৪ টা স্টেপ অবলম্বন করে।যথাঃ-
১-ডোমেইন পারসেস করতে হবে।
২-একটি হোস্টিং পারসেস করতে হবে।
৩-একটি ওয়েবসাইট ডিজাইন তৈরী করতে হবে।
৪-প্রপার ডিজিটাল মার্কেটিং করতে হবে।
*ডোমেইন কি?
উত্তরঃ-কোনো একটি অনলাইন প্রতিষ্ঠানের ইউনিক নামকেই বলা হয় ডোমইন।
যেমনঃwww.daraz.com এখানে www দ্বারা বুঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু এখানের শুধু daraz নামটাকেই ডোমেইন বলা হবে।এই ডোমেইন নামের পরে ডটকম দিয়ে যা থাকে সেগুলোকে বলা হয় এক্সটেনশন।যেমনঃ
.com ব্যবহার করা হয় যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
.net এই এক্সটেনশান ব্যবহার করা হয় প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
.xyz/.info-এই এক্সটেনশান ব্যবহার করা হয় ইনফরমেশান রিলেটেড ওয়েবসাইট তৈরী করতে।
.org-এই এক্সটেনশান ব্যবহার করা হয় অরগানাইজেশন রিলেটেড ওয়েবসাইট এর ক্ষেত্রে।
.govt-এই এক্সটেনশান ব্যবহার করা হয় সরকারি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
.com এই পরেও কান্ট্রিওয়াইজ কিছু কোড থাকে কোনো প্রতিষ্ঠানকে কান্ট্রিওয়াইজ বুঝানোর জন্য।যেমনঃ.com.in/.com.usa/.com.ily/
.com.bd
হোস্টিং কি? উত্তরঃ-অনলাইন প্লাটফর্মের জায়গাকেই হোস্টিং বলে।আমাদেরকে আগে হোস্টিং পারসেস করে নিতে হবে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ওয়েব ডিজাইনার হায়ার করতে হয় কিভাবে? উত্তরঃওয়েব ডিজাইনের জন্য প্রথমে একজন ওয়েব ডিজাইনারকে হায়ার করতে হবে এক্ষেত্রে যদি আমাদের পরিচিত কেউ থাকে তাহলে তাকেই আমরা হায়ার করবো, আর যদি এমন কেউ না থাকে তাহলে ফাইভার -এ চলে যাবো তারপর সার্চবারে ক্লিক করে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করবো, তারপর এক এক করে অনেকের সাথে কমিউনিকেশন করব যদি কেউ রাজি হয় কাজটি করার জন্য তখন তাকে অর্ডারটি করবো।অর্ডার করার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে কন্টিনিউ টু চেকআউট বাটনে ক্লিক করব।তারপরে ভিসা কার্ড/মাস্টার কার্ড এড করে অর্ডারটি কনফার্ম করতে হবে,তারপরেই বায়ার আমাকে ২/৩দিনের মধ্যে কাজটি রেডি করে দিবে। সবশেষে যা বলতে পারি-একটি ই-কমার্স বিজনেস শুরু করার জন্য আমার জায়গা থেকে প্রোডাক্টস অথবা সার্ভিসগুলোর মার্কেটিং করার জন্য প্রপার মার্কেটিং শিখে নিজ নিজ জায়গা থেকে এগুলোর মার্কেটিং করে সেল জেনারেট করতে হবে।যখন সেল জেনারেট করতে পারবো তখনই বিজনেস প্রপিট করবে। এই হলো আমাদের ই-কমার্স বিজনেস শুরু করার অল প্রসিজা।
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home